সোমবার, ১০ জুলাই, ২০১৭

১০ হাজার টাকায় সেরা ২ টি ফোনের রিভিও।

আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আমরা অনেকেই ১০ হাজার টাকায় ভালো ফোন কোনটা সেটা নিয়ে চিন্তিত থাকি। কারণ এই দামে বাজারে অনেক ব্র্যান্ডের অনেক মোবাইল থাকে।
আমি নিজেও ১০ হাজারে ভালো ফোন চয়েস করতে হিমসিম খায়!! যদিও কয়েকটা ব্র্যান্ডের মোবাইল একসাথে কম্পায়ার করেছি, কিন্তু এই দামে
আমার কাছে সেরা ২ টি ফোন মনে হয়েছে।
  1. Symphony R100
  2. Xiaomi Redmi 4X

#Display
২ ফোনই ৫ ইঞ্চি IPS
Regulation- 1280*720
২টাতেই 2.5D Glass দেওয়া আছে।

#Battery
R100 এ 4000 Mah নন রিমুভেবল কিন্তু ব্যাক পার্ট খোলা যায়!
4X এ 4100 Mah নন রিমুভেবল, হাইব্রিড সিম স্লট।

#Camera
R100 and 4X ২ টারই ব্যাক ক্যামেরা ১৩ এম্পি, ফ্রন্ট ৫ এম্পি। এবার আসি কোয়ালিটিতে। R100 এ ব্যাক ক্যামেরা ON Sensor দেওয়া আছে।
ব্যাক ক্যামেরা অনেক মুডসহ একটি ভালো ক্যামেরা। 4X এর সাথে কম্পায়ার করে দেখা গেছে ব্যাক ক্যামেরা কিছু্‌  টা ভালো মনে হয়ছে R100 এর!! (মজা নিয়েন না)
ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে 4X এর একটা ভালো দিক হচ্ছে এটাতে Touch Focus আছে। যেখানে R100 এ ফিক্সড Focus। ২ টা তে একই রকম ক্যামেরা
মনে হলেও 4X এ  Touch Focus থাকায় বেশ ভালো ছবি উঠে R100 এর থেকে।
খারাপ দিক- ২ টা ফোনেরই ক্যামেরার  Wide Angle কম মনে হয়েছে। যেখানে আমি Walton ইউজ করি(একই দাম), এটা Wide Angle এদের তুলনায় বেশি।

#Performence
পারফর্মেন্স এর কথা আর কি বলব?? আপনারা তো জানেনই স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেক এর ক্ষমতা! 4X এ Snapdragon 435 Octa Core, GFX- Adreno 505। যেখানে Nokia 6-এও 430!! আর R100 এ মিডিয়াটেক 1.3 Quad Core।
এবার আসি Antutu Score এ।
4X এর antutu score দেখেছি ৪১০০০+
যেখানে R100 এ antutu score দেখেছি ২৯০০০+
তাহলে যা বুঝার নিজেই বুঝেন!!

#Bad_Side
R100 এর ৫-৬ জন ইউজার দের কাছ শুনেছি এতে নাকি নেটওয়ার্ক সমস্যা। 3G নেট খুব কম পাওয়া যায় নাকি। আর ব্যাটারি 4000 mah হলেও নাকি চার্জ শেষ হওয়ার পর স্ট্যান্ড বাই মুডে থাকতেই নাকি কিছুক্ষন ব্যাটারি ড্রেইন করে!
4X এর সমস্যা বলতে শুনেছি এটার ক্যামেরা নাকি খারাপ?? আমার কাছে ১০ হাজার হিসেবে ভালো মনে হয়েছে। তাছাড়া এটি একটি গ্লোবাল ব্র্যান্ডের মোবাইল।

#Suggestion
Overall আমি 4X কেই ভালো বলব। বাকি টা আপনার ব্যাপার।

বি.দ্র.- টিউনে আমার ভুল ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক। এতে আমাকে ক্ষমা করবেন।
** আর আমার রিভিও দেখে ফোন কিনে যদি ফোন মনের মতো না হয় তাহলে আমি দায়ী থাকবো না।

যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক আইডি- http://www.facebook.com/musfiq.rumman
ফেসবুক পেজ- http://www.facebook.com/official.mrrumman
ধন্যবাদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন