সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

ইউজার রিভিউ Remax 610D ইয়ারফোন ! বাজেট কিং?? | M.R. RUMMAN

#Review_Remax_610D_from_Daraz
আসসালামু আলাইকুম। আজকের ইউজার রিভিউ  Remax 610D ইয়ায়রফোন! খুব কম মানুষই আছে যিনি এটার নাম এখনো শুনেন নি। মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এটার দাম।

#দাম
তুশার ভাইয়ের  #ATC রিভিউতে তো দেখে জেনেছেন-ই এটার দাম ৫০০ টাকার আশেপাশে। আমাদের এলাকার মার্কেটে গেলাম এইটা কিনতে । শুধু একটা বড় দোকানেই আছে। বলল অরিজিনাল টা ৮০০ টাকা আর নকলটা ৫০০ টাকা!! কয়েকদিন থেকেই ভাবছিলাম দারাজ থেকে নিবো। ৪ তারিখ অর্ডার দিলাম কুরিয়ার চার্জ ছাড়াই। সব মিলিয়ে আমার খরচ হইলো ৩৭৫ টাকা!! বিকাশে পে করার জন্য ২০% ক্যাশব্যাকের মাধ্যমে। রেটিং ১০/১০ ।
#প্যাকেটিং
আসলে এই দামের এই ইয়ারফোনের এমন প্যাকেটিং দেখে আপনার মন ভরে যাবে। যেহেতু আপনারা অনেকেই জানেন যে অরিজিনালটাতে ইয়ারফোন রাখার ব্যাগও দেয়! রেটিং ১০/১০ ।

#সাউন্ড_কোয়ালিটি
এটার প্যাকেটিং দেখে সাউন্ড কোয়ালিটি নিয়ে চিন্তায় করতে হবে নাহ! দামের ভিতর যথেষ্ট ভালো। ভালো দিক হচ্ছে সাউন্ড কম বেশি এর অপসান আছে। রেটিং ৯/১০ ।
#বিল্ড_কোয়ালিটি
অনেক ইউজারই বললেন এটার ডুরাবিলিটি নাকি খারাপ। একেক জনকে একেক রকম লাগতেই পারে। কিন্তু যেহেতু চ্যাপ্টা তার তাই মোটামুটি ভালোই। রেটিং ৮/১০ ।
#ডেলিভারী_টাইম
আমি দারাজে অর্ডার দিয়েছি ৪ তারিখে। আজ সেটা হাতে পেলাম। মানে ৫ দিন লেগেছে।  রেটিং ৬/১০ ।
আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। 


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন