মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

কেমন গেল ২০১৯? by Musfiqur Rahman Rumman

প্রশ্নটা যদি আমাকে করা হয় তবে আমার উত্তর-
২০১৯ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার জীবনের
অন্যান্য বছরের তুলনায় এ বছর ছিল একটু অন্যরকম। প্রোডাক্টিভ কাজের কথা চিন্তা করলে আমি এ বছরের ৭০% দিন প্রোডাক্টিভ কাজে সময় দিয়েছি। যা অন্যান্য বছর হয়নি। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এ বছরে আমি যে কোনো একটা কাজে ফোকাস থাকা শিখেছি... কিন্তু অর্জনের কথা চিন্তা করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত আমার যে ইচ্ছা ছিল সেটা ব্যর্থ হয়েছে... তবে সামনের দিনগুলো যেন আমার জন্য ইফেক্টিভ হয় সে দোয়া চাই...
আর আপনার ক্ষেত্রে ২০১৯ কেমন গেল সেটাও জানাতে ভুলবেন না!   

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন