বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

আমার মতে, "Money doesn't matter" বলা/মনে করা মানুষ-

১. এটা সবাই জানি, যাদের অনেক টাকা আছে তারা একটা পর্যায়ে যেয়ে বলে Money doesn't matter ।  এটা নিয়ে বেশি বলব না। কিন্তু,
২. আরো এক ধরণের মানুষ
আছে, যারা কোনো বিশেষ কাজকে ভালোবাসে। তারা সেই কাজ করেই হ্যাপি... তারা সেই কাজ করে অনেক টাকার মালিক হয় আবার কেউ কেউ কোনোভাবে জীবন যাপন করে। টাকা নিয়ে তারা চিন্তা করে না, তাই তাদের কাছেও Money doesn't matter । উদাহরণ- যারা প্যাশন থেকে শিক্ষকতা করে তারা অনেক টাকা আয় করে বড়োলোক হওয়ার চিন্তা করে না, শিক্ষাকে 'বানিজ্য' তে রূপান্তর করেনা...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন