রবিবার, ৮ মার্চ, ২০২০

জীবন নিয়ে আমাদের যে ধারণা... by MUSFIQ RUMMAN

যে গ্রামে থাকছে, সে ভাবছে গ্রামে থেকে কিছু করা সম্ভব না, শহরে যেতে হবে।
যে জেলা শহরে থাকছে, সে ভাবছে জেলা শহরে থেকে
কিছু করা সম্ভব না, বিভাগীয় শহরে যেতে হবে।
যে রাজশাহীতে থাকছে, সে ভাবছে রাজশাহীতে থেকে কিছু করা যাবে না, ঢাকায় যেতে হবে।
যে ঢাকায় থাকছে, সে ভাবছে এই দেশে থেকে কিছুই করা সম্ভব না, অ্যামেরিকা যেতে হবে!
আচ্ছা, এই "কিছু" টা কি?
আর যে অ্যামেরিকায় থাকছে, সে ভাবছে এই পৃথিবীতে থেকে শান্তি নাই, মঙ্গল গ্রহ বা চাঁঁদে বসবাস করতে হবে!
আসলেই, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন