বুঝছেন তো ব্যাপার টা?
কারা করোনা রোগের টেস্ট করার জন্য হটলাইনে কল দিয়ে খোজ নিবে?
এই বিষয়ে যারা লক্ষণ গুলো
কয়েকদিন ধরে বুঝতে পারছেন সে রকম সচেতন মানুষ জনই হটলাইনে কল দিবে। সকল স্তরের মানুষ হটলাইনে কল দেওয়ার চিন্তা করবে না।
হটলাইনে দিনে করোনা সম্পর্কিত ৩০০০+ কল আসে কিন্তু তার মধ্যে থেকে ৩০০ জনেরও টেস্ট করা হচ্ছে না...
এর ফলে যারা আসলেও করোনায় আক্রান্ত তাদের অনেকেরই করোনা টেস্ট করা হচ্ছে না।
তাহলে তো করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কাগজে-কলমে কম দেখা যাবেই।
আমরা দেখেছি চীন ২০০০০ টেস্ট কিট পাঠিয়েছে, চীনের আলিবাবা কম্পানি ৩০০০০ টেস্ট কিট পাঠিয়েছে। তবুও IEDCR এখনো বেশী মানুষের করোনা টেস্ট করতে পারছে না।
এদিকে আজ নিউজপেপার গুলোতে পড়লাম, বিভিন্ন জেলায় জ্বর-ঠান্ডায় আক্রান্ত হয়ে কয়েকজন মারা গেছেন। তাদের করোনা ছিল না সেটা জানেন? যদি তাদের করোনা থেকেই মৃত্যু হয়ে থাকে তবে তাদের মাধ্যমে পরিবারের অন্যান্য সদস্যদের করোনা হয়েছে কিনা সেটা টেস্ট করা হচ্ছে কি?
সব মিলিয়ে আমি মনে করি, করোনা টেস্ট করার সংখ্যা আরো বাড়াতে হবে।
এই বিষয়ে আপনি কি মনে করেন?
কারা করোনা রোগের টেস্ট করার জন্য হটলাইনে কল দিয়ে খোজ নিবে?
এই বিষয়ে যারা লক্ষণ গুলো
কয়েকদিন ধরে বুঝতে পারছেন সে রকম সচেতন মানুষ জনই হটলাইনে কল দিবে। সকল স্তরের মানুষ হটলাইনে কল দেওয়ার চিন্তা করবে না।
হটলাইনে দিনে করোনা সম্পর্কিত ৩০০০+ কল আসে কিন্তু তার মধ্যে থেকে ৩০০ জনেরও টেস্ট করা হচ্ছে না...
এর ফলে যারা আসলেও করোনায় আক্রান্ত তাদের অনেকেরই করোনা টেস্ট করা হচ্ছে না।
তাহলে তো করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কাগজে-কলমে কম দেখা যাবেই।
আমরা দেখেছি চীন ২০০০০ টেস্ট কিট পাঠিয়েছে, চীনের আলিবাবা কম্পানি ৩০০০০ টেস্ট কিট পাঠিয়েছে। তবুও IEDCR এখনো বেশী মানুষের করোনা টেস্ট করতে পারছে না।
এদিকে আজ নিউজপেপার গুলোতে পড়লাম, বিভিন্ন জেলায় জ্বর-ঠান্ডায় আক্রান্ত হয়ে কয়েকজন মারা গেছেন। তাদের করোনা ছিল না সেটা জানেন? যদি তাদের করোনা থেকেই মৃত্যু হয়ে থাকে তবে তাদের মাধ্যমে পরিবারের অন্যান্য সদস্যদের করোনা হয়েছে কিনা সেটা টেস্ট করা হচ্ছে কি?
সব মিলিয়ে আমি মনে করি, করোনা টেস্ট করার সংখ্যা আরো বাড়াতে হবে।
এই বিষয়ে আপনি কি মনে করেন?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন