কেউ সাধারণের চেয়ে ভিন্ন অর্থাৎ অসাধারণ তখনই হয় যখন সে অন্যদের চেয়ে বেশি কিছু করে। (ভালো/খারাপ যে কোন দিক থেকেই)
.
তাদের মধ্যে যখন কেউ আসলেও অসাধারণ পর্যায়ে চলে যায়, তখন জনপ্রিয়তা বাড়তে থাকে, ভার্চুয়ালের ভাষায় ফ্যান/ফলোয়ার বাড়তে থাকে। ঠিক তখনই সেই অসাধারণ মানুষটির ফ্যান/ফলোয়ার-রা তার উপর অনেক কিছু আশা করে।
.
সেলেব্রিটিদের যত জনপ্রিয়তা বাড়ে তত তাদের দায়িত্ব বাড়াতে হয়, সচেতনতা বাড়াতে হয় সেই সব ফ্যান/ফলোয়ারদের 'ধরে রাখার জন্য'। তাই বলা যেতেই পারে "ফ্যান/ফলোয়ার বাড়ানোর চেয়ে তাদের ধরে রাখা কঠিন!"
.
আসতে আসতে তাদের লাইফটা অনেকটাই 'পাবলিক' হয়ে যায়। জনপ্রিয়তার শীর্ষে থেকে কারো কোনো অপ্রত্যাশিত কিছু প্রকাশ হওয়ার পর যদি বলে সেটা তার ব্যক্তিগত বিষয়, অন্যরা কেন সেই বিষয়ে মাথা ঘামাচ্ছে তাহলে সেটা হাস্যকর মনে হয়। সে বিষয়ে তারাই মাথা ঘামাবে যারা এতোদিন তার উপর কিছু একটা আশা করত কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটে যায়...
.
এদেশের সেলেব্রিটিরা যেন তাদের অবস্থানের ব্যাপারে সচেতন থাকতে পারে সেটাই আশা করছি।
.
তাদের মধ্যে যখন কেউ আসলেও অসাধারণ পর্যায়ে চলে যায়, তখন জনপ্রিয়তা বাড়তে থাকে, ভার্চুয়ালের ভাষায় ফ্যান/ফলোয়ার বাড়তে থাকে। ঠিক তখনই সেই অসাধারণ মানুষটির ফ্যান/ফলোয়ার-রা তার উপর অনেক কিছু আশা করে।
.
সেলেব্রিটিদের যত জনপ্রিয়তা বাড়ে তত তাদের দায়িত্ব বাড়াতে হয়, সচেতনতা বাড়াতে হয় সেই সব ফ্যান/ফলোয়ারদের 'ধরে রাখার জন্য'। তাই বলা যেতেই পারে "ফ্যান/ফলোয়ার বাড়ানোর চেয়ে তাদের ধরে রাখা কঠিন!"
.
আসতে আসতে তাদের লাইফটা অনেকটাই 'পাবলিক' হয়ে যায়। জনপ্রিয়তার শীর্ষে থেকে কারো কোনো অপ্রত্যাশিত কিছু প্রকাশ হওয়ার পর যদি বলে সেটা তার ব্যক্তিগত বিষয়, অন্যরা কেন সেই বিষয়ে মাথা ঘামাচ্ছে তাহলে সেটা হাস্যকর মনে হয়। সে বিষয়ে তারাই মাথা ঘামাবে যারা এতোদিন তার উপর কিছু একটা আশা করত কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটে যায়...
.
এদেশের সেলেব্রিটিরা যেন তাদের অবস্থানের ব্যাপারে সচেতন থাকতে পারে সেটাই আশা করছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন