বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

প্রথম শ্রেণি পেয়েও বেকার ৩৪% -প্রথম আলো হতে। এই বিষয়ে আমার মন্তব্য by Musfiq Rumman

এই বিষয়ে আমি কিছু বলতে চাই,
যখন কোনো কাজ সবাই করে বা সেই কাজ করার মাধ্যমটা সহজ হয়ে যায় তখন সেই কাজের ভ্যালু কমে যায়, জানেন তো...
এখন ক্লাস ওয়ান হতে
ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত কোচিং আর প্রাইভেটের অভাব নাই। যেন সবাই জ্ঞান দেওয়ার জন্য প্রতিষ্ঠান খুলে রেডি হয়ে আছে। আর সব স্টুডেন্টরাও জ্ঞান নিতে কোচিং-প্রাইভেটে যাচ্ছে। অনেক মেধাবীরা চিন্তা করছে তারাও একদিন কোচিং এ ক্লাস/প্রাইভেট পড়াবে! (চলবে)
এদিকে, দেশে প্রচুর বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এদেশে উচ্চশিক্ষা গ্রহণের প্রচুর সুযোগ! সমস্যা হচ্ছে একটা বছর শেষে যতগুলো স্টুডেন্ট গ্র্যাজুয়েট পাশ করে সবার চাকরির সুযোগ নাই...
অপরদিকে, আগেরকার আমলে পড়াশুনা নিয়ে সবার এতো আগ্রহ ছিলোনা, তার মধ্যে যারা পড়াশুনা করেছে তারা বর্তমানে একেকটা বড় জায়গায় সেটেল হয়ে গেছে। কিন্তু এখন আর সে দিন নাই।
উচ্চশিক্ষা গ্রহণের সহজলভ্যতা ও কর্মবাজারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের অভাবে দেশে আজ এতো বেকার হচ্ছে।
ঐ কারণেই এখন যেসব ক্ষেত্র এখনো সেইভাবে প্রতিযোগিতাপুর্ণ হয়নি সেসব ক্ষেত্রে ভ্যালু বেশি পাওয়া সম্ভব! উদাহরণ- আপনারা চিন্তা করেন...
  

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন